Header Ads

Free Facebook Likes

 *মৃত্যু নিয়ে সুন্দর একটি লেখা*           

 *মৃত্যু নিয়ে সুন্দর একটি লেখা*

          

                  ...... মৃত্যু......


মৃত্যু:- কোথায় যাচ্ছো?

মানুষ:- বাড়িতে যাচ্ছি!!


মৃত্যু:- কোথায় গিয়েছিলে??

মানুষ:- বাজারে!!


মৃত্যু:- তোমার হাতে এগুলো কি!!

এগুলো কার জন্য??

মানুষ:- মা,বাবা,স্ত্রী,সন্তানের জন্য জামা কাপড় আর কিছু ফল (ফ্রুট) কিনেছি __ কেন!?


মৃত্যু:- এতো কিনে কি লাভ??

মানুষ:- নতুন চাকরির প্রথম মাসের বেতন পেয়েছি।

এগুলো বাসায় নিয়ে গেলে সবাই খুশি হবে...!!


মৃত্যু:- সবাইকে খুশি করতে কতো কিছুই না করছো,,তাই না ??

মানুষ:- হুম সবাই আমার জন্য তো অনেক কিছু করেছে।।


মৃত্যু:- আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করেছে....এত নিয়ামত ভোগ করতে দিয়েছে ....এই যে বাজার থেকে এতো কিছু নিয়ে যাচ্ছো এই তৌফিক টাও তোমাকে দিয়েছে।

                          তুমি যে এতো না-ফরমানি করার পর ও সুস্থ আছো এই নেয়ামত দিয়েছে,,,

তাকে খুশি করার জন্য কি করেছো...??


মানুষ:- "কিছু না"( দুঃখিত সুরে)।।

মৃত্যু:- যায় হোক অনেক দিন তো ছিলে এই মায়াবী দুনিয়ায়।

এখন আমার সঙ্গী হতে হবে ......!!


মানুষ:- আমি প্রস্তুত নাই!?

মৃত্যু:- কোনো সমস্যা নেই,,

আমার সঙ্গে যেতে কোনো প্রকার প্রস্তুতি নিতে হয় না....চলো তাহলে..!!


মানুষ:- একটু অপেক্ষা করো এই সব বাজার বাড়িতে দিয়ে আসি...!!

মৃত্যু:- সমস্যা নেই এগুলো এখানেই ফেলে দাও,,,,,,

                       এমনিতেই তোমার বাড়িতে পৌঁছে দেবে আমার রব....!!


মানুষ:- একটু সময় ও কি নেই??

একটু সময় দাও আমাকে!!

মৃত্যু:- না, এক সেকেন্ড ও সময় নেই।।


মানুষ:- আচ্ছা বেস, অন্তত বাবা,মা,স্ত্রী,সন্তানের সঙ্গে শেষ বারের মত দেখা করে বিদায় নিতে দাও....!!

মৃত্যু:- কখনোই না....!


মানুষ:- কল করে বাড়িতে জানিয়ে দেই.....??

মৃত্যু:- কল করতে হবেনা, তোমার চলে যাবার সংবাদ এমনিতেই পৌঁছে যাবে...!!


মৃত্যু:- কি ভাবছো ???

মানুষ:- ভাবছি ,এতদিন কার জন্য কি করলাম,এই দুনিয়া এত সুন্দর করে সাজালাম অথচ আমি থাকতে পারবো না।

তাহলে এই খনস্থায়ী সামান্য জীবন নিয়ে কিসের এত অহংকার আর ক্ষমতা....?????


 ___"নিজেই একটু ভেবে দেখুন তো"___


"আল্লাহ সুবহানাহু তায়ালা সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুক।।

                     ।। আমীন।।

কোন মন্তব্য নেই

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.