Header Ads

Free Facebook Likes

কিভাবে বড় খাঁচায় পাখি রাখবেন?

সতীনে সতীনে ঝগড়া "

এইডা আবার কি? পাখিতে সতিন আসলো কোথায়?

আমরা সব সময় বলে থাকি পাখকিে রেস্ট দিতে। তখন একটি ফ্লাইট কইেজ বা বড় খাচায় ছলেে আর অন্য খাঁচায় ময়েে পাখি দিয়ে থাকি। অনেক সময় ছেলেদেরে থেকে মেয়ে পাখিরা মারামারি বেশি করে থাকে। অনেক সময় মারামারি করতে করতে মৃত্যু র্পযন্ত হয়।
কি করবনে ঝগড়া থামাতে?

** যে খাঁচায় ময়েে পাখগিুলি রাখবনে তাদরেকে একই সময় খাচায় প্রবশে করাবনে।যদি আজ এক জোড়া কাল আরকে জোড়া রাখনে, তাহলে আগরে দনিরে ময়েে পাখি আজকরে ময়েে পাখকিে আঘাত করতে পারে। কারন সে আগে আসছে।

** ময়েদেরে খাঁচায় মারামারি বেড়ে গেলে, আপনাকে দেখতে হবে, কোন ময়েে পাখটিা মাস্তানি করছে, তাকে কছিুদনি একটি খাচায় জেলে দিলে, পরে ঠিক হয়ে যায়।এই ক্ষত্রেে কয়কেটি পাজী ময়েে পাখি থাকতে পারে। তাদরেকে জেলে দলি ঠেকি হয়ে যাবে।(জেল মানে একটি খাচায় একা রাখাকে বুঝয়িছে)

*** অপক্ষোকৃত র্দুবল পাখকিে অন্য পাখি আক্রমণ করে, তাই র্দুবল পাখিকে আলাদা খাচায় রেখে ঠিক করে তারপর বড় খাচায় দতিে হবে। তাই পাখি পালককে চোখ-কান খোলা রাখতে হবে।

# মনে রাখবনে কোন খাঁচায় রক্তরে স্বাদ পাখি পয়েে যায়, তাহলে এরা এত হিংস্র হয়ে যায় যে একজন আরকে জনকে খেয়ে ফেলতে পারে।

যারা কলোনি করে বা বড় জায়গায় একসাথে অনকে পাখি পালন করে তাদরে এই ঘটনা বেশি ঘটে।
ফ্লাইট কেজ




কোন মন্তব্য নেই

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.