Header Ads

Free Facebook Likes

ফেসবুকের কিছু নতুন নিয়ম

প্রসঙ্গত -

Facebook নাকি নিয়ম পরিবর্তন করেছে!!!


এটা তো facebook প্রায় করছে, তো, হঠাৎ নতুন করে নিয়ম পরিবর্তন করার দরকার কি পড়লো?


তাছাড়া, অনেকে বলতে শুনেছি, Facebook তার নাম পরিবর্তন করেছেন, Facebook এখন Meta হয়ে গেছেন।

ব্যাপারটা আসলে এমন না।


একটু খোলাসা করছি...


২০০৪ সালে যখন জাকার্বাগরা the facebook শুরু করেছিলেন বন্ধুদের মধ্যে যোগাযোগের জন্য। তখন তারা ভাবেন নাই যে, এটি আজকে এতদূর আসবে।


যাই হোক, এরপরে ২০০৬ সালে facebook কে পাবলিক করে দেয়া হল। এর পরে Facebook তার নানা শিকড় গজিয়েছেন।


Facebook প্রতিষ্ঠানটি, তার facebook সার্ভিসটির পাশাপাশি Messenger, Whatsapp, Instragram etc সার্ভিসগুলো চালু করেছে ধীরে ধীরে।


এখন ব্যাপারটা একদম অদ্ভূত দেখায় যে, Facebook প্রতিষ্ঠানটির একটা সার্ভিসের নামও facebook!!!

তাই তারা শুধুমাত্র 'Facebook প্রতিষ্ঠান'টির নাম পরিবর্তন করে দিয়েছেন, কিন্তু 'Facebook সার্ভিস'টির নাম পরিবর্তন করেননি। এ সার্ভিসটা আগে আমরা যেভাবে ব্যবহার করেছি, সেভাবেই আছে।


যেমন, 'লিভার ব্রাদারস' এর নাম পরিবর্তন হয়ে 'ইউনিলিভার' হয়েছে। এ জন্য কি ইউনিলিভারের 'লাক্স' এর নাম পরিবর্তন হয়ে গেছে?!!!!


আরও সহজভাবে বলি -

Facebook এ মূলত ২ টা ব্যাপার -

১। Facebook একটা প্রতিষ্ঠান;

২। Facebook একটা সার্ভিস।


অর্থাৎ Facebook প্রতিষ্ঠানটি তার নিজের নাম পরিবর্তন করে 'Meta' করে দিয়েছে। কিন্তু Facebook সার্ভিসটির নাম কোন ধরণের পরিবর্তন করেননি প্রতিষ্ঠানটি। অর্থাৎ আমরা আগে ব্যবহার করতাম 'Facebook প্রতিষ্ঠান'টির 'Facebook সার্ভিসটি'। আর এখন থেকে ব্যবহার করবো 'Meta প্রতিষ্ঠান'টির 'Facebook সার্ভিস'টি। যেমন, তার সাথে আমরা ব্যবহার করছি Meta প্রতিষ্ঠানটির Whatsapp, Instrasgram, Messenger etc, যা আগে ছিল, এখনো ঠিক তা আছে!


সুতরাং বুইজ্জা বা না-বুইজ্জা গুজব কমান!!!



কোন মন্তব্য নেই

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.