Header Ads

Free Facebook Likes

Google Local Guide (Road Mapper)

Local Guides

Road Mapper কি ?

Ans: Road mapper হচ্ছে Google Maps এর একটি আলাদা early access/ beta testing platform.


Road Mapper এ কি হয় ?

Ans: এই প্লাটফর্মে নির্দিষ্ট কয়েকটা দেশে শুধুমাত্র রাস্তা যুক্ত করা হয়।


Road Mapper access কিভাবে পাব ?

Ans: এই প্লাটফর্মে কাজ করার জন্য কোন আবেদনের সুযোগ নেই লোকাল গাইড কর্তৃপক্ষ তারা নিজেরাই আমন্ত্রণ করে থাকে এই প্লাটফর্মে কাজ করার জন্য।


Road add করলে কি কোন পয়েন্ট পাওয়া যায় ?

Ans: না এজন্য কোন আলাদা সুবিধা এখন পর্যন্ত বরাদ্দ নেই।


Road Mapper এ কি বাংলাদেশে আছে ?

Ans: না এখন পর্যন্ত বাংলাদেশে যুক্ত হয়নি।


আমি কি চাইলে যেকোন দেশের যেকোনো স্থান রাস্তা যুক্ত করতে পারব ?

Ans: না এটি একটি ব্লক পদ্ধতিতে ম্যাপ এডিটিং শুধুমাত্র তাদের দেয়া ব্লগগুলোতে রাস্তা যুক্ত করতে হয়।


আমি ভিন্ন দেশের রাস্তা চিনি না তবে কিভাবে যুক্ত করে???

Ans: রাস্তা যুক্ত করার জন্য কিছু নির্দেশনা দেয়া আছে সেগুলো দেখে তৈরি করতে হয়। এছাড়া মানুষ হিসেবে কিছু আইকিউ ব্যবহার করতে হয়।


সাইট দেখতে কেমন ???

YouTube এ গিয়ে " গুগোল রোড ম্যাপার " "Road Mapper" লিখে সার্চ দেন আমার কিছু ভিডিও দেখতে পারবেন।




কোন মন্তব্য নেই

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.